টাঙ্গাইলে ১৫৫০ পিস ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ১৮:৪৩

টাঙ্গাইলে ১৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শহরের কান্দাপাড়া পতিতা পল্লীর ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন- দেলদুয়ার উপজেলার কুপাখী পূর্বপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে খাইরুজ্জামান (৩৮), মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বোরহান মিয়া (২৬), ঘাটাইল উপজেলার ছলিম উদ্দিনের ছেলে টাঙ্গাইল জেল কারারক্ষী আব্দুল জলিল এবং বাগেরহাটের মংলা বন্দর এলাকার মৃত ইব্রাহিমের মেয়ে নদী খাতুন (২৪)।

ওসি সায়েদুর রহমান বলেন, কান্দাপাড়া পতিতা পল্লীর ভিতরে মাদক দ্রব্য কেনাবেচা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১২০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শহরের ডিস্ট্রিক গেইট এলাকায় অভিযান চালিয়ে কারারক্ষী (জেলপুলিশ) আব্দুল জলিলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২৭জুলাই/আরকে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :