লক্ষ্মীপুরে কপিরাইট ও পর্নোগ্রাফি আইনে আটক ২৫

নিজেস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ২৩:৩৯

লক্ষ্মীপুরে কপিরাইট ও পর্নোগ্রাফি আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের দোকান থেকে জব্দ করা হয় ১৮টি সিপিইউ, ১৮ টি মনিটর ও সাতটি ল্যাপটপ।

শনিবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, দ্বীর্ঘদিন ধরে বাংলাদেশি চলচ্চিত্রের সদ্য মুক্তি পাওয়া ছবি, গান এবং পর্নো ছবি ডাউনলোড করে পেনড্রাইভ, কার্ডরিডার ও মেমোরির মাধ্যমে ভরে অবৈধ ব্যবসা করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। এতে করে কপিরাইট ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে শহরের পৌর সুপার মার্কেট, উত্তর তেমুহনী, মজুচৌধুরীর হাটসহ জেলার বিভিন্ন এলাকার কম্পিউটার দোকানে অভিযান তাদের আটক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, চলচ্চিত্র অশ্লীলতা ও এন্ট্রি পাইরেসির সমন্বয়ক শহীদুল ইসলাম প্রমুখ।

আটকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র অধিদপ্তরের অপারেশন কর্মকর্তা এম আর আলম বাদী কপিরাইট আইনে নিয়মিত মামলা করা হয় বলে জানান র‌্যাব।

ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :