প্রধানমন্ত্রী সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছেন: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৮, ২১:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থানের পরিবেশ তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। বলেছেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আস্থাশীল।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দেয়ায় শনিবার আটঘরিয়া উপজেলায় চাঁদভা ইউনিয়নের ভরতপুর মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী আরও বলেন, ব্রিটিশরা মোগল সা¤্রাজ্য কেড়ে নিয়ে এদেশে হিন্দু মুসলমান ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছিল। আর স্বাধীনতাবিরোধী অপশক্তি দল অপপ্রচার রটিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশ হিন্দুর দেশ হয়ে যাবে। কিন্তু এমন কিছুই হয়নি-বিষয়টি স্মরণ করিয়ে দেন মন্ত্রী

আটঘরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ইশারত আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলী, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, চাঁদভা ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/০৩নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :