রণবীরকে জোর করে কিস নারী ভক্তের

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:১২
অ- অ+

ইতালিতে তিন দিনের বিয়ের অনুষ্ঠান শেষ করে দেশে পৌঁছেই কাজে নেমে পড়েন বলিউডের বর্তমান সময়ের অন্যতম সেনসেশন রণবীর সিং। তার অভিনীত ‘সিম্বা’ ছবির ডাবিংয়ের কাজ বাকি ছিল। যেটা তিনি বিয়ের ব্যস্ততার কারণে শেষ করতে পারেননি। সেই কাজ শেষ করে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও হয়ে গেল মঙ্গলবার রাতে। আর সেখানে যা ঘটে গেল তা দেখে উপস্থিত সবাই অবাক।

রণবীর সিং এখন আর একা নন। তিনি বলিউডের আরেক সুপারস্টার দীপিকা পাড়ুকোনের স্বামী। দুই দফায় দুই রীতি মেনে বিয়ে করেছেন তারা। কিন্তু সেটা উপেক্ষা করেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক নারী ভক্ত রণবীরকে জড়িয়ে ধরে একপ্রকার জোর করে চুমু খান। সেই ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া হয়ে সংবাদ মাধ্যমে। কিন্তু এই ছবি দেখে দীপিকার প্রতিক্রিয়া কী সেটা এখনও জানা যায়নি।

তবে শুধু ওই নারীই নয়, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের চমকে দেন অপর এক নারী সাংবাদিকও। তিনি নায়ক রণবীরকে প্রশ্ন করেন, ‘সম্পর্ক হওয়ার ছয় মাসের মধ্যেই নাকি বুঝে গিয়েছিলেন যে দীপিকা আপনার সন্তানের মা হবেন? এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘হ্যা, আমি বুঝেছিলাম, আমার সন্তানের মা হওয়ার জন্য দীপিকাই উপযুক্ত।’ নারী সাংবাদিকের প্রশ্ন এবং রণবীরের উত্তরে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানস্থলে।

‘সিম্বা’ ছবিতে রণবীর রয়েছেন পুলিশ চরিত্রে। তার নায়িকা হিসেবে রয়েছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। এটি তার অভিষেক ছবি। আরও আছেন সোনু সুদ। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি এবং প্রযোজনায় রয়েছেন করণ জোহার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নায়ক-নায়িকা, পরিচালক-প্রযোজক সবাই উপস্থিত ছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৮ ডিসেম্বর।

ঢাকা টাইমস/০৫ ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা