‘ইরান-ইরাক সম্পর্ক কৃত্রিম নয়’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ১১:১৬

ইরাকের সঙ্গে ইরানের সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার আমেরিকার নেই বলে মন্তব্য করেছেন ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরাক ও ইরাকের সম্পর্ক কখনোই কৃত্রিম ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

জারিফ বলেন, ইরাক ও ইরানের নাগরিকদের জন্য পরস্পরের দেশে বিনা ভিসায় ভ্রমণ সুবিধা উন্মুক্ত করতে তেহরান প্রস্তুত রয়েছে। এ ছাড়া দু’দেশের মধ্যে ব্যবসা বাড়াতে কর কমানো বা পুরোপুরি তুলে দেয়া এবং সীমান্ত এলাকায় অসংখ্য শিল্পাঞ্চল গড়ে তুলতেও আগ্রহী তার দেশ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের বাগদাদ, ইরবিল, সুলাইমানিয়া, কারবালা ও নাজাফ শহরে তার পাঁচদিনের সফরের কথা উল্লেখ করে বলেন, এ সফরে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরাক ও ইরানের মধ্যে এক অত্যন্ত উষ্ণ সম্পর্ক বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে বুধবার ইরাকের কারবালা সফরে গিয়ে তিনি বলেছিলেন, ‘জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিজয় এসেছে ইরাক ও সিরিয়ার জনগণের সীমাহীন লড়াইয়ের ফলে। এতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। আমেরিকা বিশ্বের কোথাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সফলতা পায়নি। ইরাক ও সিরিয়ায় এ সফলতা এসেছে এ কারণে যে, দেশ দুটির জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেগে উঠেছিলেন। তারা নিজেরা লড়াই এবং আত্মত্যাগ করেছেন।’

ঢাকা টাইমস/১৮জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :