আলফাডাঙ্গায় সরকারি গাছ কাটায় একজনকে জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগে ঠান্ডু শেখ নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ঠান্ডু শেখ উপজেলার বড়বাগ গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় ঢাকা টাইমসকে জানান, উপজেলার আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের নাঙ্গলীয়া এলাকায় খালের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে ঠান্ডু শেখ নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন