ভোলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯
অ- অ+

ভোলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম সবুজ (২৫)। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলচালক মাহাবুব। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঘুইংগারহাট এলাকার রেবা রহমান কলেজের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সবুজ ও মাহবুব ভোলা থেকে মোটরসাইকেল যোগে ঘুইংগারহাট যাচ্ছিল। এসময় ঘুইংগারহাটের আগে রেবা রহমান কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী একটি বাস ও নছিমনের সাথে সংঘর্ষে হয়। এ দুইটির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই সবুজ মারা যায় এবং মোটরসাইকেলচালক মাহাবুব গুরুতর আহত হয়। পরে আহত মাহাবুবকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে নিহত সবুজের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা