বিটিসিএল-এর বিল দেয়া যাবে বিকাশে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৩
অ- অ+

বিকাশে বিটিসিএল-এর বিল পরিশোধ সুবিধা চালু করতে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় বিটিসিএল গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোন সময় দেশের যেকোন স্থান থেকে বিলের পরিমান জানার এবং তা পরিশোধ করার সুযোগ পাবেন।

সম্প্রতি বিটিসিএল-এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিটিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশীদ এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর চুক্তি বিনিময় করেন।

বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বিটিসিএল এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে বিটিসিএল এর ৭ লাখ গ্রাহক বিকাশ অ্যাপের ‘বিল পে’ অপশন থেকে খুব সহজেই বিলের পরিমান জানতে এবং বিল পরিশোধ করতে পারবেন। অ্যাপের পাশাপাশি ইউএসএসডি চ্যানেলের মাধ্যমেও গ্রাহক বিল পরিশোধ করতে পারবেন ।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা