মাদারীপুরে ‘চিকিৎসকের অবহেলায়’ রোগীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৩

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগী মারা যাবার পরে বিক্ষুব্ধুরা টেকেরহাটের নিউ জমজম ক্লিনিকে হামলা চালায়। এসময় ক্লিনিক মালিককেও মারধর করা হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার মাছচর গ্রামের গিয়াস খান বুকের ব্যথা নিয়ে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের নিউ জমজম ক্লিনিকে চিকিৎসা নিতে যান। এসময় অসুস্থ গিয়াস খানকে প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখে ক্লিনিক কর্তৃপক্ষ। ক্লিনিকে বসিয়ে রাখা অবস্থায়ই মারা যান গিয়াস খান। পরে বিক্ষুব্ধরা ক্লিনিক মালিককে মারধর করে। এসময় ক্লিনিক রেখে পালিয়ে যায় চিকিৎসক এবং ক্লিনিক মালিক কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, এই ক্লিনিকে কয়েক মাস আগেও অবহেলায় রোগীর মৃত্যু নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, রোগী মৃত্যু নিয়ে বিক্ষুব্ধরা হামলা করে ক্লিনিক মালিককে মারধর করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিভিল সার্জন ফরিদ হোসেন মিয়া বলেন, ক্লিনিকের বিরুদ্ধে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :