নেত্রকোনায় পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৯, ১৭:১৫

নেত্রকোনায় বারহাট্টার গোপালপুর গ্রামে আবাসিক এলাকায় চালকল স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে অভিযোগ এনে এলাকাবাসী তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন। পরে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীনের কাছে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা।

গ্রামবাসী জানান, শ্রী কৃষ্ণ অটোরাইস মিলটির চারপাশে বাড়িঘর ছাড়াও এ কে খান দাখিল মাদ্রাসা, বারহাট্টা কারিগরি ও বাণিজ্যিক কলেজ ও বারহাট্টা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে।

দুপুরে গ্রামের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলার সময় বক্তব্য রাখেন, ফারুখ আহম্মেদ, আলতাবুর রহমান, মাইন উদ্দিনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ২০০১ সালে চাল কলটি স্থাপনের পর থেকে পরিবেশ দূষণ করে আসছে। তখন থেকে তার প্রতিবাদ জানিয়ে আসলেও প্রশাসনসহ কেউই তা কানে তুলছেন না। উল্টো এখন চালকলটির কলেবর বাড়ানো হচ্ছে। পরিবেশ দূষণের খারাপ প্রভাবে গ্রামবাসীদের অনেকেই শ্বাসকষ্টজনিত রোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ থেকে বাঁচাতে অবিলম্বে চালকলটি এখান থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :