খালেদার কুমিল্লার নাশকতার মামলায় শুনানি পিছিয়ে ১৫ মে

কুমিল্লা প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৩৭
অ- অ+

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দার পুলে আগুন লাগিয়ে কাভার্ড ভ্যান পোড়ানোর মামলার শুনানি পিছিয়ে আগামী ১৫ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত।

খালেদাসহ মামলাটির চার্জশিটভুক্ত ২৬ জন আসামির মধ্যে আদালতে হাজির না হওয়াদের মাল ক্রোকের আদেশ জারির দিন ধার্য ছিল সোমবার। তবে খালেদার আইনজীবীরা সময়ের আবেদন জানালে কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরের আদালত নতুন এ দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জাফর আদালতকে জানান, খালেদা জিয়া এ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনে আছেন।

২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে চৌদ্দগ্রাম থানার পাশে হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে ক্ষতিসাধনের অভিযোগে এসআই নূরুজ্জামান হাওলাদার খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে নাশকতার মামলাটি করেন। পরে এজাহার ও এজাহার বহির্ভূত আরও কয়েকজনসহ মোট ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা