বৈশাখী জামা না দেয়ায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৪৬

কুড়িগ্রামের উলিপুরে মায়ের কাছে বৈশাখী জামা চেয়ে না পাওয়ায় অভিমান করে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

নিহত ছাত্রী নাম আইরিন আক্তার বৃষ্টি (১৪)। সে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর কন্যা ও উলিপুর মহিলা কলেজিয়েট মহাবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মা সালমা বেগমের কাছে আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী জামা চায়। কিন্তু সংসারের অভাব অনটনের কারণে মা তাকে জামা কেনার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অভিমান করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় আইরিন। পরে দুপুরে তাকে ডাকা ডাকি করা হলে সে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়।

এ সময় স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে ধর্ণার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত আইরিন আক্তার বৃষ্টি চার ভাইবোনের মধ্যে সকলের ছোট। তার পিতা আবেদ আলী ঢাকায় রিকশা চালান বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফকরুল আলম বলেন, ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক অবস্থায় পরীক্ষা নিরীক্ষায় মনে হয়েছে এটি আত্মহত্যা। অন্য কিছু থাকলে পুলিশ তা তদন্ত করে বের করবে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ঢাকাটাইমস/০৯এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

তরুণীর প্রেমের জাল, ডিবি ও সাংবাদিক পরিচয়ে সর্বস্ব লুট: গ্রেপ্তার ৭

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :