সিএনজি থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর রক্ষা

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ২২:৫৮
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে এক কলেজ ছাত্রীকে অপহরণ করার পর সিএনজি অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেলেন তিনি। এসময় স্থানীয় লোকজন হৃদয় মজুমদার নামে এক যুবককে আটক করা হয়।

বুধবার দুপুরে ঘটনায় ভিকটিমের চাচা বিমল বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেন। আটক হৃদয় মজুমদার চরপাবর্তী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিকদার মাঝি বাড়ির ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় জৈতুন নাহার কাদের মহিলা কলেজের উদ্দেশ্যে বের হয়ে সিএনজি অটোরিকশায় উঠে ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী (১৭)। কলেজের কাছাকাছি পৌঁছলে চালকের সহযোগিতায় হৃদয় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু পথ যাওয়ার পর ভিকটিম সিএনজি থেকে লাফিয়ে সড়কের উপর পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও অপহরণকারী হৃদয়কে আটক করে। কিন্তু ওইসময় সুকৌশলে সিএনজিচালক পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ব্যারিস্টার শামীমের নিয়োগ অগণতান্ত্রিক, চুন্নুই বৈধ মহাসচিব: আনিসুল-হাওলাদার
শরীয়তপুরে নতুন ডিসি তাহসিনা বেগম, অপসারিত আশরাফ উদ্দিনের স্থলাভিষিক্ত
শার্শা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চিংড়ির রেণু জব্দ, আটক ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা