লিভার রোগের গবেষণা বাড়ানোর তাগিদ ডিএনসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ২০:৫৫
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম লিভার রোগের ও্পর আরো গবেষণা করার জন্য অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজেজ বাংলাদেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার মেয়রের কার‌্যালয়ে তার সঙ্গে সংগঠনের নেতাদের সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, দেশে লিভার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগে আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

সৌজন্য সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনে র পক্ষ থেকে Livercon 2019 এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রকে আমন্ত্রণ জানানো হয়।

সংগঠনের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রহীম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. ফয়েজ আহমদ খন্দকার, কার্যকরী সদস্য ডা. রোখসানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আজ ‘সম্প্রীতি বাংলাদেশের’ নেতারা ঢাকা উত্তরের মেয়রের সঙ্গে মেয়র ভবনে সাক্ষাৎ করেন। এ সময় মেয়র বিগত জাতীয় নির্বাচনের আগে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে এই সংগঠনের ভূমিকা স্মরণ করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে নতুন মেয়রকে অভিনন্দন জানানো হয়।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/বিইউ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা