টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ১৬:০৯
অ- অ+

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমেদ ওরফে মোস্তাক ডাকাত (৩৮) নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত ডাকাত ও বহু মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ সদরের লেঙ্গুর বিল পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাক ডাকাত টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামি ও তালিকাভুক্ত ডাকাত মোস্তাককে আটক করে টেকনাফ সদরের লেঙ্গুরবিল পাহাড়ে অভিযানে যায় এসআই সুজিত দে`র নেতৃত্বে একদল পুলিশ। এ সময় তার সহযোগী ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে এসআই সুজিত দে, কনস্টেবল রুমান ও মেহেদী আহত হন। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলির এক পযার্য়ের পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে মোস্তাক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাক ডাকাতকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মোস্তাক ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে চারটি টিএলজি, ৯ রাউন্ড কার্তুজ ও তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা