‘রমজানে মার্কেটে চাঁদাবাজি হলে দায় ওসিদের’

আসন্ন রমজানে চট্টগ্রাম নগরের কোনো মার্কেট বা শপিংমলে চাঁদাবাজি হলে তার দায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে রমজান উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই-কোনো মার্কেটে চাঁদাবাজি হবে না। চাঁদাবাজি হলে দায়-দায়িত্ব অফিসার ইনচার্জদের। চাঁদাবাজি হলে তাৎক্ষণিক মৌখিক বা ফোনে অভিযোগ জানাবেন, লিখিত অভিযোগ জানাতে হবে না। আমরা ব্যবস্থা নেব।’
সড়ক দখল না করতে হকারদের প্রতি অনুরোধ জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘ঢাকায় হকার নিয়ন্ত্রণ করেছে সরকার। চট্টগ্রামেও চাইলে অসম্ভব কিছু না। কিন্তু আমরা কঠোর হতে চাই না। ফুটপাত ছেড়ে আপনারা কেউ রাস্তায় আসবেন না। রাস্তা কোনো দোকান করার জায়গা না। রাস্তা পরিবহনের জন্য।’
এ সময় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ও জোনের কর্মকর্তাদের নিউমার্কেট কেন্দ্রিক কোনো হকার যাতে রাস্তায় না বসে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, ‘নিজেদের নিরাপত্তা আগে নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। আপনি সিসিটিভি ক্যামেরা রাখবেন না, স্বেচ্ছাসেবক রাখবেন না; অপরাধ হলে পুলিশ আসামি ধরবে-এমন ভাববেন, তা এ যুগে চলবে না। মার্কেটের সামনে জ্যাম লেগে গেলে ট্রাফিক পুলিশকে দোষ দেবেন তা হবে না।’
মার্কেটে আসা গাড়িগুলোর জন্য টোকেন সিস্টেম চালু করে কত সময় ধরে মার্কেটের পার্কিংয়ে অবস্থান করছে তা জানাতে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি।
অতিরিক্ত সময় গাড়ি রাখলে তার জন্য ফি নেয়ার পরামর্শও দেন সিএমপি কমিশনার। ঈদের আগে যথাসময়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ জানান সিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিয়ে দিবেন। শ্রমিকরা রাস্তায় নামলে শৃঙ্খলা ফেরাতে সময় লেগে যায়।’
এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাযারীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

মন্তব্য করুন