ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৪ মে ২০১৯, ১৭:১১

ময়মনসিংহে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। নিহত হযরত আলী জেলার নান্দাইল উপজেলার সাভার গ্রামের বাসিন্দা ছিলেন।

শুক্রবার গভীর রাতে নান্দাইল উপজেলার সাভার কমিউনিটি ক্লিনিকের পেছনে এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ বলছে, হযরত মাদক কারবারি। এ বন্দুকযুদ্ধে শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ ১৫ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি কার্তুজ, ৩০০ গ্রাম হেরোইন ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান।

ওসি বলেন, ‘পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক আহম্মদের নেতৃত্বে শুক্রবার রাত সোয়া একটার দিকে নান্দাইল উপজেলার সাভার গ্রামের সাভার কমিউনিটি ক্লিনিকের পেছনে অস্ত্রধারী কিছু মাদক কারবারি মাদক কেনাবেচা করছে- এমন সংবাদে সেখানে অভিযানে যান পুলিশ ও ডিবির দুটি দল। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় হযরত আলী নামে একজনকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :