রোজা ভেঙে হিন্দু রোগীকে রক্তদান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৭:১০
অ- অ+

রমজান মাসের শুরু থেকে রোজা রাখছেন আসামের মঙ্গলদই এলাকার পানাউল্লা আহমেদ। কিন্তু গত সপ্তাহে এক রোগীকে রক্ত দিয়ে সেদিন রোজা ভাঙতে হয় তাকে। তার এই মানবিকতায় সামাজিক যোগাযোগ মমাধ্যমে প্রশংসাসিক্ত হচ্ছেন পানাউল্লাহ।

ঘটনা শুরু গত সপ্তাহে আসা একটি ফোন পেয়ে। পানাউল্লার বন্ধু তাপস ফোন করে তাকে জানান, হাসপাতালে রক্তের অভাবে একজন রোগীর মরমর আবস্থা। এখনই তাকে রক্ত দিতে হবে। এরপরই পানাউল্লা ওই রোগীকে সাহায্যের জন্য মনস্থির করেন।

পানাউল্লা বন্ধুদের কাছে জানতে চান রোজা করে রক্ত দেওয়া যাবে কি না। কিন্তু বন্ধুরা তাকে জানায় উপোস থাকা অবস্থায় রক্ত দিলে শরীর দুর্বল হতে পারে। এই কথা শোনার পরও দেরি করেননি পানাউল্লা। রোজা ভেঙে রক্ত দিয়েছেন মুমূর্ষু রোগীকে।

পানাউল্লা ও তার বন্ধু তাপস, দুজনই কাজ করেন গুয়াহাটির স্বাগত সুপার স্পেশালিটি হাসপাতালে। যাকে রক্ত দিয়ে বাঁচালেন পানাউল্লা, সেই ব্যক্তি আসামের ধেমাজি জেলার বাসিন্দা। তার নাম রঞ্জন গগৈ। তিনি হিন্দু।

এই রক্তদানের ছবি ‘টিম হিউম্যানিটি’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। তার পরই প্রশংসার বন্যায় ভাসেন পানাউল্লা। সূত্র: আনন্দবাজার।

(ঢাকাটাইমস/১৫মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা