বিএনপির কোটায় নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০১৯, ১১:২৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি নিজেই মনোনয়ন পাওয়ার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন। জানান, আজ দুপুরে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে সংরক্ষিত আসন ৫০টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া দলটির পাঁচ নেতা সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সে অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসনের একটি পাবে দলটি।

গেল ৮ মে বিএনপির সংরক্ষিত আসনটির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

একমাত্র সংরক্ষিত আসনে রুমিন ফারহানা ছাড়াও আলোচনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়। তবে শেষ পর্যন্ত টক শোর আলোচিত মুখ রুমিন ফারাহানাকেই বেছে নেয় দলটি।

(ঢাকাটাইমস/২০মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :