খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৯, ১৮:০৬
অ- অ+

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের কুশপুতুল দাহ করা হয়।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তারা খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে কৃষকের শত্রু আখ্যা দেন। সেই সাথে ব্যর্থতার দায় স্বীকার করে দুই মন্ত্রীকে পদত্যাগের দাবি জানান নেতারা।

ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশের ৮ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। আমাদের খাদ্য ও কৃষিমন্ত্রী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তারা সব দিক থেকেই মজুদদারের পক্ষের লোক। আমরা অবিলম্বে কৃষকের ফসলের নায্যমূল্য চাই।‘

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা নগর শাখার সভাপতি সৈকত আরিফ প্রমুখ।

ঢাকাটাইমস/২০মে/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা