কোয়েল ও পরমের নয়া অ্যাডভেঞ্চার

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ মে ২০১৯, ১১:০৯
অ- অ+

‘হেমলক সোসাইটি’ ও ‘হাইওয়ে’ ছবির পর আবার ফিরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক জুটি। কলকাতার বাংলা ছবির জনপ্রিয় এই দুই তারকা এবার আসছেন ‘সাগরদ্বীপে যকের ধন’ নিযে। এটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘যকের ধন’ ছবির সিক্যুয়েল।

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। এই পরিচালকের ‘যকের ধন’ বক্স অফিসে খুব সাড়া ফেলেছিল। এছাড়া তার ‘আলিনগরের গোলকধাঁধা’ও ভালো সাফল্য পেয়েছিল।

‘যকের ধন’-এর মতো ‘সাগরদ্বীপে যকের ধন’ও অ্যাডভেঞ্চার সিনেমা। এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক ছাড়াও আছেন গৌরব চক্রবর্তী।

সম্প্রতি ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। তবে এটি অন্য ছবির পোস্টার থেকে একটু আলাদা। ‘সাগরদ্বীপে যকের ধন’-এর পোস্টারে রয়েছে থ্রিডির ছোঁয়া।

শুধু পোস্টার নয়, ইতিমধ্যে ছবির শুটিংও শুরু হয়ে গেছে। শুটিং চলছে সিকিম, থাইল্যান্ড এবং কলকাতায়।

থাইল্যান্ডে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেন, ‘অভিজ্ঞতাটা আউটস্ট্যান্ডিং! থাইল্যান্ডের যেসব জায়গায় সাধারণত পর্যটকরা যান না, সেরকম লোকেশনে শুটিং করেছি। প্রত্যেকে জীবন নিয়ে কলকাতায় ফিরেছি, এটাই অনেক। পানির নীচে শুটিং হয়েছে, কিছু স্টান্টও রয়েছে।’

ঢাকাটাইমস/২২ মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা