রাজশাহী-খুলনা রুটেও নতুন ট্রেন: রেলমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৯, ২০:৫৬
অ- অ+

রাজশাহী-খুলনা রেল রুটে আরেকটি নতুন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার চালু হওয়া দেশের দীর্ঘতম রেলরুটে বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেসে করে ঢাকা ওয়ার সময় উদ্বোধনের পর দুপুরে পঞ্চগড়ে নতুন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধন শেষে ঢাকা যাওয়ার পথে ঠাকুরগাঁও স্টেশনে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, রাজশাহী থেকে খুলনার দিকে যে ট্রেনটি চাহিদা আছে আমরা চেষ্টা করব সেই ট্রেনটিও চালু করার।

মন্ত্রী আরো বলেন, এই ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটির ফলে আমাদের টিকিটের যা সমস্যা ছিল সেটি আর থাকবে না। আমার বিশ^াস, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষ এই নতুন ট্রেনের যাত্রী হয়ে নিরাপদে ও স্বল্প ভাড়ায় ঢাকায় যাতায়াত করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নাজমুল হুদা এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ জেলা উপজেলা আ.লীগের নেতাকর্মীবৃন্দ।

(ঢাকাটাইমস/২৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা