ঈদ আনন্দের ট্রাক উল্টে তিন রোহিঙ্গা নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০১৯, ১৭:২০ | প্রকাশিত : ০৭ জুন ২০১৯, ১৭:০৫

মিনি ট্রাকে করে ঈদ আনন্দ করতে গিয়ে কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় তিন রোহিঙ্গা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বেলা শুক্রবার দুপুরে টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উখিয়া বালুখালীর জি-ব্লকের মোহাম্মদ জুবাইর (১৭), একই শিবিরের সি-ব্লকের মোহাম্মদ ইদ্রিস (৩০) ও নূর মোহাম্মদ (৪০)। অন্যরা উখিয়া বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা ক্যা¤েপর সদস্য বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, লেগুনায় করে ঘুরতে বের হওয়া একদল রোহিঙ্গা যুবক দুপুর ১টার দিকে টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভে পৌঁছান। এ সময় তাদের বহনকারী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন বড়ুয়া ও ড. টিটু চন্দ্র শীল আহতদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।

ড. টিটু চন্দ্র শীল বলেন, দুর্ঘটনায় তিন রোহিঙ্গা সদস্য মারা গেছেন। আহত ১৭ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে আইনি প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ঈদে গাড়ি নিয়ে আনন্দে করতে বের হওয়া একদল রোহিঙ্গা যুবক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তিন রোহিঙ্গা সদস্য নিহত হন।

(ঢাকাটাইমস/৭জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :