নভো এয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিড়ম্বনায় যাত্রীরা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৮:০৪
অ- অ+
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে মঙ্গলবার সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ছয় ঘণ্টার বিড়ম্বনায় পড়েন সৈয়দপুর-ঢাকা রুটের যাত্রীরা।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন এ রুটে চলাচল করে নভো এয়ারের চারটি ফ্লাইট। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ৬৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছে নভো এয়ারের একটি ফ্লাইট। সকাল ৯টায় ঢাকা-সৈয়দপুর রুটের যাত্রী নিয়ে ফিরে যাওয়ার কথা। যাত্রী নামানোর এক পর্যায়ে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। সেটি সারাতে ব্যর্থ হন স্থানীয় প্রকৌশলীরা। সেটিকে রাখা হয়েছে এয়ারপোর্টের এপ্রোনে।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার শাহিন হোসেন জানান, ‘সকাল ৯টার ঢাকা রুটের যাত্রীদের ছয় ঘণ্টা বিলম্বের পরে বিকাল ৩টায় নভো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পাঠানো হয়।’

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা