সুনামগঞ্জে নিখোঁজ যুবকের লাশ মিলল ডোবায়

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৫:০১
অ- অ+

নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আবুল মিয়া নামে এক যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শক্তিয়ারখলা গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ আবুকে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শক্তিয়ারখলা গ্রামের মিলন, কালাম, আশরাফুল নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের ভাই জামাল মিয়া জানান, আমার ভাই ভাড়ায় মোটরসাইকেল চালায়। গত সোমবার রাত তাহিরপুর উপজেলার বাজার থেকে যাত্রী নিয়ে বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে যায়। রাত ৯টায় এই গ্রামের কয়েকজন লোক ফোনে জানায় যে, আমার ভাইকে তারা আটক করেছে। কি কারণে আটক করা হয়েছে জানতে চাইলে কোন কারণ জানায়নি। পরে রাতেই আমিসহ কয়েকজন আসলে তারা বলে আপনার ভাই পালিয়ে গেছে। পরে স্থানীয়দের সাথে নিয়ে খোঁজ করে পাইনি। এরপর সকালে শক্তিয়ারখলা গ্রামের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা জানালে আমিসহ আমার পরিবার পুলিশকে জানাই। পরে পুলিশ লাশ উদ্ধার করে।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা