টম-জেনদায়ার প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ জুন ২০১৯, ১১:১৭
অ- অ+

চুটিয়ে প্রেম করছেন দুই হলিউড তারকা টম হল্যান্ড ও জেনদায়া। ২০১৭ সালে মুক্তি পায় এ জুটির প্রথম ছবি ‘স্পাইডারম্যান: হোমকামিং’। রুপালি পর্দায় প্রেমের অভিনয় করতে করতে সত্যিকারে তারা যে কখন একে অপরের প্রেমে পড়ে গেছেন, তা নাকি বুঝতেই পারেননি।

সেই সূত্রে দুই বছর ধরে হলিউডের বাতাসে তাদের প্রেমের গুঞ্জন। গত ১ জুলাই টমের জন্মদিনে দুজনের একটি ছবি টুইটারে পোস্ট করে শুভেচ্ছা জানান জেনদায়া। এরপর তাদের প্রেমের গুঞ্জন আরও বেশি জোরালো হয়।

তবে সম্প্রতি প্রেমের এই গুঞ্জনকে উড়িয়ে দেন টম হল্যান্ড। অভিনেতা সাফ জানিয়ে দেন, জেনদায়ার সঙ্গে তিনি প্রেম করছেন না। তার কথায়, ‘আমার কাছে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ক্ষণস্থায়ী সম্পর্কে আমি মোটেও বিশ্বাস করি না। এটা আমার জীবনের দর্শন নয়।’

অন্যদিকে ২০১৭ সালে নিজেদের প্রথম ছবি ‘স্পাইডারম্যান: হোমকামিং’ মুক্তি পাওয়ার পর থেকে জেনদায়া একই কথা বলছেন। প্রেম আড়াল করার ক্ষেত্রে যে পরিচিত বাক্যটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেটা হলো, ‘আমরা শুধুই বন্ধু।’

তবে বাস্তবে এ জুটি প্রেম করুক বা না করুক, কয়েকদিন বাদে রুপালি পর্দায় আবারও তাদের প্রেম করতে দেখা যাবে। আগামী ৫ জুলাই মুক্তি পাবে তাদের বহু আকাক্সিক্ষত ছবি ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। টম হল্যান্ডের সর্বশেষ ছবি ‘এভেঞ্জার্স: এন্ডগেম’ বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে।

এখন পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবি এটি। এবার দেখার বিষয় বক্স অফিসে কত বড় অংক তুলে আনতে পারে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত টমের ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম।’

হলিউড তারকা টমের বর্তমান বয়স ২৩। এরই মধ্যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ছবি তাকে যে জনপ্রিয়তা দিয়েছে, সেই জনপ্রিয়তার ওজনের তুলনায় তার বয়স খুবই ছোট। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার’ (২০১৬), ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘এভেঞ্জার্স: ইনিফিনিটি ওয়্যার’ (২০১৮), ‘এভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) ছবিগুলোতে অভিনয় করে এই বয়সেই ব্যাপক খ্যাতি পেয়েছেন তিনি।

অন্যদিকে তার সঙ্গে যে নারীর নাম জড়িয়েছে, তিনিও জনপ্রিয় একজন মার্কিন অভিনেত্রী। পরিচিতি রয়েছে গায়িকা হিসেবেও।

ঢাকাটাইমস/২৩ জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিবন্ধন চাওয়া ১৪৪ দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা