‘লেডিস এন্ড জেন্টেলম্যান, সাকিব আল হাসান’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০১৯, ০৮:৫০| আপডেট : ২৫ জুন ২০১৯, ০৯:০৩
অ- অ+

চলতি বিশ্বকাপে নিজেকে নতুন রূপ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার আফগানিস্তানের বিপক্ষে একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে অর্ধডজন রেকর্ড গড়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র। শুরু থেকেই অসাধারণ পারফরমেন্সের কারণে সাকিব বন্দনায় মেতেছে খ্যাতনামা ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা। থেমে নেই ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্সের পর তার যেসব রেকর্ড হয়েছে সেগুলো তুলে ধরে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে তার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, ‘লেডিস এন্ড জেন্টেলম্যান, সাকিব আল হাসান’।

আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে সোমবার করা সাকিবের সকল রেকর্ড তুলে ধরা হয়- বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ বলিং ফিগার, বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি।

এছাড়া বাংলাদেশ ও সাকিব আল হাসানকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছে আইসিসি। বিশ্বকাপে একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়া দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাকিবকে তুলে ধরেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সেখানেও সাকিবের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলগতভাবে অসাধারণ পারফরমেন্সে করে চলেছে। আফগানিস্তানের সঙ্গে বড় জয়ে সেমি ফাইনালের আশা দেখছে তারা। তাদের সামনে প্রথম রাউন্ডে দুটি খেলা রয়েছে। প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

ঢাকা টাইমস/২৫জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা