মাদারীপুরে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

মাদারীপুর প্রতিনিধি
| আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১১:১৬ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১১:১৩

মাদারীপুরে ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে চিকিৎসাধীন আরো এক গৃহবধূ মারা গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতাল, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকরা বলছেন ভয়ের কিছু নেই।

কালকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই পৌরসভার উত্তর কৃষ্ণনগর এলাকার আব্দুর জব্বার মিয়ার মেয়ে নাদিরা বেগম (৪০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১ জুলাই তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে নাদিরাকে ওই দিন রাতেই ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে রাতে নাদিরা মারা যান। নাদিরার মেয়ে খাদিজাও (১০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কালকিনি হাসপাতালে ভর্তি আছে।

মাদারীপুরের সিভিল সার্জন শফিকুল ইসলাম জানান, ‘মাদারীপুরে ডেঙ্গু জ¦রে আক্রান্ত বেশির ভাগ রোগী ঢাকা বা অন্য জায়গা থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে এনেছে। জেলায় ৫-৭ জন আক্রান্ত হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চিকিৎসকদের ডেঙ্গুর ব্যাপারে আলাদা মনিটরিং করতে বলেছি।’

ঢাকাটাইমস/০৩ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :