‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ২১:৪৫

ডেঙ্গু, গুজব, মাদকবিরোধী যে কোনো কর্মকাণ্ডে সমাজের সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ করলে দ্রুত এর সুফল পাওয়া যায়। এ আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এ সমস্যা আমাদের সকলের। এ কারণে সকলকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার সকাল ১০টার সময় ফরিদপুর জিলা স্কুল মাঠে আয়োজিত ডেঙ্গু, গুজব, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশে এসব কথা বলেন জেলা প্রশাসক অতুল সরকার।

সমাবেশে জেলা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানরা অংশ নেন। ফরিদপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা জেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

সমাবেশ শেষে শহরের ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ঢাকাটাইমস/০৫আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :