পটুয়াখালীতে লঞ্চে হামলা, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ১৭:৩০

পটুয়াখালী লঞ্চঘাট ইজারাদার গাজী হাফিজুর রহমানের নেতৃত্বে এমভি কুয়াকাটা লঞ্চের সুপারভাইজারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পটুয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম ফারুক রয়েছেন। শনিবার বিকাল ৪টায় এ হামলার ঘটনা ঘটে।

এমভি কুয়াকাটা লঞ্চ-এর কেবিন সুপারভাইজার ও পৌর কাউন্সিলর এসএম ফারুক জানান, গাজী হাফিজুর রহমান শবীর প্রতি লঞ্চ থেকে পাঁচটি ডাবল এবং সিঙ্গেল কেবিন অবৈধভাবে দাবি করেন। কেবিন দিতে অস্বীকৃতি জানানোর ফলে তার উপরে গাজীর লোকজন হামলা চালায়। এতে তিনিসহ তার ছেলে এবং লঞ্চে নিয়োজিত ১০ জন আহত হন।

এদিকে এ হামলার পর থেকে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :