মাগুরায় ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ১৭:৩৭
অ- অ+

মাগুরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকালে সুমন মোল্লা নামে এক কলেজছাত্র ফরিদপুর মেডিকেল হাসপাতালে মারা গেছেন। তিনি সদর উপজেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার পুত্র। সুমন স্থানীয় শত্রুজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সুমন মোল্লার চাচা গফ্ফার মোল্লা মধু জানান, নিজ বাড়ি থেকে জ্বরে আক্রান্ত হওয়ার পর ৮ আগস্ট সুমনের শরীরে ডেঙ্গু ধরা পড়লে ওই দিনই তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন সেখানে চিকিৎসা নেয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

মাগুরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু জানান, গত ৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি সুমন মোল্লাকে ১২ আগস্ট তার পরিবারের ইচ্ছায় ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছিল। সুমনসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মাগুরায় তিনজন মারা গেছেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা