৫৫ টাকা বেশিতে ইনজেকশন বিক্রি, জরিমানা ৪০ হাজার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৮
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে মূল্য থেকে ৫৫ টাকা অতিরিক্ত দামে ইনজেকশন বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই জরিমানা করেন।

সূত্র জানায়, গত ১৮ আগস্ট আবু কাউছার নামে একজন ভোক্তা অভিযোগ করেন, কাশিনগর বাজারের মেসার্স ঢাকা মেডিকেল হল থেকে Depo-Medrol 80mg নামে একটি ইনজেকশন ক্রয় করেন। জনতা ফার্মাসিউটিক্যালের আমদানি করা এ ইনজেকশনটির গায়ের মূল্য ১৬৫ টাকা। দোকানি সেটি কলম দিয়ে কেটে তার কাছে ২২০ টাকায় বিক্রয় করেছেন। পুরো বিষয়টি তিনি তার মুঠোফোনে ভিডিও করে এ দপ্তরে লিখিত অভিযোগ করেন।

ফার্মেসির মালিক আব্দুল জলিল নিজেও স্বীকার করেন, তিনি বর্ধিত দামে এটি বিক্রয় করছেন। অভিযোগকারী আবু কাউছার ওই জরিমানার ২৫% হিসাবে ১০ হাজার টাকা পান।

চৌদ্দগ্রাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমান ও এসআই হাফেজ খানের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা