ভোলায় নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪
অ- অ+

ভোলার লালমোহনে নসিমন থেকে পড়ে শিমুল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মিঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। সে একই গ্রামের সিরাজ মাতাব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিমুল তার চাচাতো ভাইর সাথে নসিমনে করে কাঁচামাল আনতে বোরহানউদ্দিন থেকে লালমোহনে আসে। এসময় লালমোহনের ফরাজি বাজার এলাকায় পৌঁছালে নসিমন থেকে পড়ে গুরুতর আহত হয় শিমুল। পরে তাকে লালামোহন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা