যশোরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৩
অ- অ+
ফাইল ছবি

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারী মারা গেছেন। নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার জাহিদা বেগম এবং একই উপজেলার মশ্মিমনগর গ্রামের জাহানারা বেগম। জাহিদা বুধবার ভোরে এবং জাহানারা বেগম মঙ্গলবার ভোরে মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম মোড়ল জানান, সোমবার দুপুরে জাহিদা হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর দেখা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত। বুধবার ভোরে তার মৃত্যু হয়।

অপরদিকে সোমবার দুপুরে জাহানারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এসময় তার ডায়েবেটিস নিয়ন্ত্রণ ছিল না। তারপর মঙ্গলবার ভোর তার মৃত্যু হয়।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা দুই হাজার ৪২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৭৩৩ জন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন। এছাড়া অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকে ২২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা