ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ তদন্তে দুদক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২০

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগের ঘটনা তদন্তে মাঠে নেমেছ দুদকের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন কুমিল্লা কার্যালয় থেকে সহকারী পরিচালক রাফি মো. আল বিন শাহাদাতে নেতৃত্বে তিন সদস্যের একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছে। পরে শহরতলীর ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানের জিএম জাহেদুর রেজার সাথে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় দলটি বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশনের সহযোগিতায় সদর উপজেলার মালিহাতা, সুহিলপুরসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তদন্ত স্বাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :