নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিহারচরের তক্কারমাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার সকাল থেকে কাউন্টার টেররিজম ইউনিট তক্কারমাঠ এলাকার জয়নাল আবেদীনের বাড়িটি ঘেরাও করে। এতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছেন।

ইতিমধ্যে ওই বাড়ি থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই ছেলে ফরিদ উদ্দীন ও জামাল উদ্দীন এবং ফরিদ উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লার তক্কারমাঠ এলাকার জয়নাল আবেদীনের একটি টিনশেড বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট। নারায়ণগঞ্জ জেলা পুলিশের তাদের সহযোগিতা করছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম পৌঁছলে অভিযান শুরু হবে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :