কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৬

কুমিল্লা নগরীর মডার্ন হাইস্কুলের এক শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে বিক্ষোভ করেছে।

গতকাল শুক্রবার রাতে নগরীর অশোকতলায় ওই স্কুলের প্রভাতি শাখার ইংরেজি বিভাগের শিক্ষক হায়দার আলীর ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। পরবর্তীতে শিক্ষক হায়দার আলীর স্ত্রী কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

প্রধান শিক্ষক আক্তারুজ্জামান জানান, শুক্রবার রাতে নগরীর অশোকতলা বাসার সামনে একদল দুর্বৃত্ত কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রভাতী শাখার ইংরেজি বিভাগের শিক্ষক হায়দার আলীর ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মডার্ন হাইস্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা শিক্ষকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল্লাহ বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :