ফরিদপুরে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৯
অ- অ+

ফরিদপুর শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজারের ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ ব্যবসায়ীরা। শনিবার দুপুরে শহরের মুজিব সড়কে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে কয়েকশ সাধারণ ব্যবসায়ী অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ‘হাজী শরীয়াতুল্লাহ বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে হবে।’

এসময় বক্তব্য দেন- হাজী শরীয়াতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি এমএম মুশা, আবুল হোসের হাওলাদার প্রমুখ।

এ প্রসঙ্গে ফরিদপুর কোতয়ালি থানার পরিদর্শক বেলাল হুসাইন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

প্রসঙ্গত, বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান পিকুর সঙ্গে অপর ব্যবসায়ী নূরুল ইসলামের ব্যবসায়িক লেনদেন নিয়ে সালিশ বসে। এসময় পিকুর লোকজন অতর্কিতভাবে সালিশকারীদের ওপর হামলা করলে সংঘর্ষ বাঁধে। এতে পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা