সিরিয়ায় তুর্কি অভিযান

নিরাপত্তা পরিষদে তুরস্কের পক্ষে যু্ক্তরাষ্ট্র ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৯, ০৯:৫৫
অ- অ+

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরোধিতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুরস্কের সিরিয়া অভিযানের নিন্দা জানিয়ে আনা প্রস্তাব পাস হতে পারেনি। জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।

সিরিয়া সীমান্ত থেকে কুর্দি গেরিলাদেরকে উৎখাতের লক্ষ্যে বুধবার থেকে তুরস্কের এক অভিযান শুরু করেছে। ওই অভিযান শুরু হওয়ার পর বুধবারই তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই দাবি করেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তর দেশ এ অভিযান শুরু করেছে।

ওই অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার পরই অভিযানে নেমেছে তুরস্ক। যুক্তরাষ্ট্র এ বিষয়ে সমালোচনা করলেও নিরাপত্তা পরিষদে ঠিকই তুরস্কের পক্ষে ভোট দিয়েছে। অপরদিকে কুর্দিদের বিপক্ষে সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে ইরান ও ইউরোপের বেশ কয়েকটি দেশ।

ঢাকা টাইমস/১১অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা