আশুলিয়ায় প্রকল্প পরিদর্শন শেষে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সন্তোষ

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৯, ১৯:১২
অ- অ+

সাভারের আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

শনিবার সকালে এসব প্রকল্প পরিদর্শন করে বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং এর নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল।

এ সময় ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি আশুলিয়ার বিভিন্ন চলমান প্রকল্পসমূহ পরিদর্শন শেষে ধামসোনা ইউনিয়ন পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেয়।

আলোচনা সভায় এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনা শেষে প্রতিনিধি দলটির কাছে স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে গুরুত্ব বিবেচনায় উন্নয়ন প্রকল্পের অর্থায়ন বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

প্রতিনিধি দলের প্রধান আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং আগামীতে জলবহুল এই এলাকার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এলজিএসপি-৩ এর অর্থায়ন বাড়ানোর আশ্বাস প্রদান করেন।

এলজিএসপি-৩ এর আওতায় চলমান কাজগুলো পরির্দশন শেষে আপনার অনুভূতি কি জানতে চাইলে, প্রতিনিধি দলের প্রধান মিস সেনহুয়া ওয়াং সাংবাদিকদের বলেন, এলজিএসপি-৩ এর আওতায় এই ইউনিয়ন পরিষদে কাজগুলো খুব সুন্দর ভাবে চলছে। এই ইউনিয়ন তথা চলমান কাজ গুলো পরিদর্শন শেষে আমরা আসলেই সন্তুষ্ট।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা