গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

গাইবান্ধা প্রতিবেদক
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ১০:৪৪
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্যাপুরে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আইজল মিয়া (৪০) ও উজ্জল মিয়া (১৮) নামে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় হারুন (৩৫) নামে আরও এক যুবক আহত হন।

নিহত আইজল মিয়া পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে। আর উজ্জল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশে কাতলার বিলে মাছ ধরতে যায় আইজল ও উজ্জলসহ স্থানীয় কয়েকজন। এসময় বিলের পাশে ধানের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আইজল ও উজ্জল ঘটনাস্থলেই মারা যান।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে ঢাকা টাইমকে জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নিহতদের স্বজনরা অভিযোগ করেন, বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন নিয়ে যান ওই গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। কিন্তু তিনি বাঁশের খুঁটি ব্যবহার না করে বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে মাটিতে ফেলে রাখেন। ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :