জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক মাসাকাদজা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ১৯:৪৪
অ- অ+

২০১৯ সালের অক্টোবর মাসটি জিম্বাবুয়ের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। এ মাসেই হারানো আইসিসির সদস্য পদ আবার ফিরে পেয়েছে জিম্বাবুয়ে। এবার দেশটির ক্রিকেট সমর্থকদের জন্য মিলেছে আরও বড় আনন্দের খবর। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পেলেন হ্যামিল্টন মাসাকাদজা।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বেশ কয়েক বছর ধরেই বিতর্কের মুখে। এর কারণ হিসেবে আগের কর্মকর্তাদের কর্মকাণ্ডকে দায়ী করে আসছিল দেশটির গণমাধ্যম। জিম্বাবুয়ের সমর্থকরা আশা করছে মাসাকাদজার হাত ধরে আবার সুদিনে ফিরবে তারা। শুক্রবার জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন মাসাকাদজা।

গত সেপ্টেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাসাকাদজা। এতে ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ার শেষ করেন তিনি। ক্যারিয়ারে সব সংস্করণ মিলে ৩১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাসাকাদজা।

জিম্বাবুয়ের ক্রিকেটে দুর্নীতি এতটাই চরমে উঠেছিল, যে টানা নয় আসর বিশ্বকাপ খেলা দেশটি বাজে ফর্মের কারণে ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে পারেনি। ক্রিকেট ইতিহাসে এটাই ছিল তাদের জন্য বড় ধাক্কা। বিশ্বকাপ শেষে জিম্বাবুয়ে ক্রিকেট আরও তলানির দিকে চলে যায় যখন জিম্বাবুয়ে সরকার দেশটির ক্রিকেট বোর্ডকে ভেঙে দেওয়ার ঘোষণা দেয়।

এরপর আইসিসি থেকে আসে হতাশাজনক খবর। জুলাই মাসে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়। তখন অভিযোগ ছিল দেশটির সরকার ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করেছেন। আইসিসির নির্দেশ অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করায় শেষ পর্যন্ত তাদের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। এবার মাসাকাদজার হাত ধরে জিম্বাবুয়ের এগিয়ে যাওয়ার পালা।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
২ বার কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা