মেধাবীদের খুঁজতে ঢাবিতে প্রথমবারের মতো ট্যালেন্ট হান্ট

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে হল পর্যায়ে শুরু হচ্ছে ‘মেধা অন্বেষণ’ বিষয়ক আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।
শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং আগামীকাল শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাধ্যমে এই আয়োজন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সব হলেই এটি অনুষ্ঠিত হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
শুক্রবার বেলা ১১টায় ডাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের প্রধান সমন্বয়ক ডাকসুর সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার।
অংশগ্রহণকারীরা সাতটি সেগমেন্টে প্রতিযোগিতা করবে। সেগুলো হলো, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সঙ্গীত, লোক সঙ্গীত, একক অভিনয়, একক নৃত্য ও আবৃত্তি।
প্রতিটি বিষয়ে হল পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে সার্টিফিকেট ও শুভেচ্ছা উপহার দিয়ে পুরস্কৃত করা হবে জানান আয়োজকরা।
তবে যারা প্রথম স্থান অধিকার করবে তাদের নিয়ে টিএসসি প্রাঙ্গণে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত শিল্পীদের নিয়েই গড়ে তোলা হবে ‘ডাকসু সাংস্কৃতিক দল’।
জানা যায়, এই আয়োজনের প্রধান সমন্বয়ক আসিফ তালুকদারের সঙ্গে সমন্বয়ক হিসেবে আছেন ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ। আর হল পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হল সংসদের সংস্কৃতি সম্পাদকরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবিরের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেলে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষকম-লী থাকবেন।
(ঢাকাটাইমস/০১নভেম্বর/জেবি)

মন্তব্য করুন