আলফাডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ১৬:০৮
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে এ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।

সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগ।

উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ।

(ঢাকাটাইমস/২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
মধুখালীর কোমরপুর গ্রামের দুইপক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করলেন নাসিরুল ইসলাম
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিনজন ৬ দিনের রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা