সৎ ছিলাম, আছি, সততার পরীক্ষার প্রয়োজন নেই: মেনন

ক্যাসিনোকাণ্ডের মধ্যে একটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকা নিয়ে সমালোচনায় পড়া ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন নতুন করে তাকে সততার পরীক্ষা দেয়ার প্রয়োজন নেই বলে মনে করছেন।
শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের উদ্বোধন পর্বে মেনন বলেন, ‘আমার সমস্ত চরিত্র সারা জীবনের অর্জন। আমি আমার জীবনে সৎ ছিলাম, সৎ আছি।’
গেল সেপ্টেম্বরে ঢাকার ফকিরাপুলে অভেযান চালিয়ে ইয়ংমেন্স ক্লাবে অবৈধ ক্যাসিনোর খোঁজ পায় র্যাব। এই ক্লাবটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মেনন। ক্যাসিনো চালিয়ে ক্লাবের অবৈধ আয়েও তার যোগসাজশ রয়েছে বলে মন্তব্য আসে।
সম্প্রতি বরিশালে দলের এক অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এক বক্তব্যের জন্য জোটসঙ্গী আওয়ামী লীগের নেতারা মেননের সমালোচনায় সরব হন। ওই বক্তব্যের জন্য ১৪ দলকে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
কংগ্রেসে মেনন বলেন, ‘আজকে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানের লড়াই চলছে। আমি আজকে যেহেতু ঢাকা-৮ আসনের এমপি সেই আসন ঘিরেই ক্যাসিনোকাণ্ডের তোলপাড়। মিথ্যা সূত্র উদ্ধৃতি দিয়ে আজকে পত্রিকায় কথা বলা হচ্ছে।’
‘আমার কর্মীদের বলে যেতে চাই, আমার সমস্ত চরিত্র সারা জীবনের অর্জন। আমি আমার জীবনে সৎ ছিলাম, সৎ আছি। আমার সততার পরীক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
দুর্নীতিবিরোধী চলমান অভিযানের প্রেক্ষাপটে মেনন বলেন, ‘অর্থনেতিক দুর্বৃত্তপনা রাজনীতিতে জিম্মি করে ফেলেছে। তার প্রমাণ আজকের শুদ্ধি অভিযান। দুর্বৃত্তদের দমন করা না গেলে তারা নিয়ামক শক্তি হয়ে উঠবে।’
‘আমরা কথা বলতে পারছি না’
অবাধ মত প্রকাশের পরিবেশ তৈরির দাবি জানিয়ে মেনন বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলছি না, আমরা কথা বলতে পারছি না। ঋণখেলাপির বিরুদ্ধে কথা বলতে গেলে পার্লামেন্টে নোটিস গ্রহণ করা হয় না। ক্যসিনো বন্ধের আলোচনা হয় না। এটাই বাস্তব। আজকে সকল মতকে এগিয়ে আসতে দিন। মতপ্রকাশের অধিকার দিয়ে দৃঢ়ভাবে প্রস্তুত করুন ডিজিটাল বাংলাদেশ।’
(ঢাকাটাইমস/০২নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন