কৃষক লীগের সম্মেলন

সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১২:২১| আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১২:৩৯
অ- অ+

বাংলাদেশ কৃষক লীগের দশম সম্মেলনকে ঘিরে তৃণমূল সম্পৃক্ত এবং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

সম্মেলনে যোগ দিতে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

বেলা সোয়া ১১টায় পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা জানতে চাইলে তারা ‘তৃণমূলের নেতা’ চান বলে জানান।

বেশ কয়েকজন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গড়তে যে নেতা কাজ করবেন, আগামী দিনে তারা তেমন নেতৃত্ব চান। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজে সম্পৃক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন নেতৃত্ব প্রত্যাশা করেন তারা।

উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে আসা আমিনুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘এই সম্মেলন আমাদের অনেক চাওয়া আছে। আমাদের সবচেয়ে বড় চাওয়া আমরা তৃণমূলের নেতা চাই।’

একই কথা জানান টাঙ্গাইল জেলা কৃষক লীগের সদস্য আব্দুর রউফ। ঢাকা টাইমসকে বলেন, যারা সৎ, যোগ্য তাদেরকেই নেতৃত্বে চাই। সংগঠন যেন তাদের থেকে প্রত্যাশিত সুফল পায়।

ঢাকাটাইমস/৬নভেম্বর/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা