রাণীনগরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, টাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৩৬
অ- অ+

নওগাঁর রাণীনগরে বালুবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতরা হলেন- স্কুলছাত্রী রিপা আক্তার ও আব্দুল মান্নান। এঘটনায় অপর স্কুলছাত্রী সুমাইয়া আহত হন।

শনিবার সকালে উপজেলার আবাদপুকুর-পতিসর রাস্তার গুয়াতায় এ ঘটনাটি ঘটে।

নিহত স্কুলছাত্রী গুয়াতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং আমিরপুর গ্রামের রিপন সরদারের মেয়ে ও আব্দুল মান্নান আমিরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আহত সুমাইয়া একই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, এদিন সকালে আব্দুল মান্নান সরদার তার মেয়ে সুমাইয়া ও ভাতিজি রিপা আক্তারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে গুয়াতা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় আবাদপুকুর-পতিসর রাস্তার গুয়াতা নামক স্থানে পৌঁছলে সামনে থেকে আসা বালু বোঝাই ট্রাকটি চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তিনজনকেই নেয়া হয় নওগাঁ সদর হাসপাতালে। এ সময় চিকিৎসক স্কুলছাত্রী রিপা আক্তারকে মৃত ঘোষণা করেন। কিছু পরে আহত আব্দুল মান্নানকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে মধ্যেই তার মৃত্যু হয়। তবে মান্নানের মেয়ে সুমাইয়া সুস্থ আছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা