হাঁটুর ব্যথায় কাবু দিশা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ০৯:১৪| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:১৭
অ- অ+

তিন ঘণ্টার ছবির জন্য তিন হাজার ঘণ্টা রিহার্সাল করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। বিশেষ করে গানের শুটিংয়ের সময় দীর্ঘ সময় ধরে ফিটনেস ও এক্সপ্রেশনের পাঠ নিতে হয়।

অনেক সময় চ্যালেঞ্জিং কিছু করতে গিয়ে আহত হন অভিনয়শিল্পীরা। সম্প্রতি নাচের রিহার্সাল করতে গিয়ে তেমনটাই হয়েছে বলিউড অভিনেত্রী দিশা পাটানির। হাঁটুতে চোট লেগে রীতিমতো কাবু নায়িকা।

বর্তমানে সালমান খানের পরবর্তী ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর জন্য একটি গানের রিহার্সালে ব্যস্ত দিশা। নাচটি তাকে শেখাচ্ছিলেন এ ছবির পরিচালক ও ড্যান্স কোরিওগ্রাফার প্রভু দেবা।

বার বার নাচের একটি স্টেপ করতে গিয়ে আটকে যাচ্ছিলেন দিশা। কিন্তু রপ্ত না করে ছাড়ার পাত্রী তিনি নন। নাচের সেই স্টেপটি তুলতে গিয়েই দুই হাঁটুতে চোট পান নায়িকা।

দিশা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার হাঁটু ব্যথার ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রভু দেবা স্যারের জন্যই এমন অবস্থা।’

সালমান খানের সঙ্গে দিশার ‘রাধে’ কোরিয়ান ছবি ‘দ্য আউটলজ’-এর রিমেক। ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ঈদুল ফিতরে।

ঢাকাটাইমস/১১নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা