পেঁয়াজের দোকানে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ২০:৫০
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাটে অভিযান চালিয়ে পাঁচ দোকানদারকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই অভিযান চালানো হয় দোকানগুলোতে। বাজার দরের চেয়ে ২৫/৩০ টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি অভিযোগ পাওয়া যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন জানান, অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে ওই পাঁচ খুচরা দোকানদারকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীন জানান, গোবিন্দাসী বাজারের পেঁয়াজ দোকানদারা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে পাঁচ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাহী অফিসার নাসরীন পারভীন ও থানার ওসি রাশেদুল ইসলাম।

(ঢাকাটাইমস/প্রতিনিধি/১৪নভেম্বর/এএইচ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা