পাবনায় যুবকের মরদেহ উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ২২:১৪
অ- অ+

পাবনার চাটমোহরে পুকুর থেকে সোহাগ হোসেন নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পেশায় নির্মাণশ্রমিক সোহাগ চকউথূলী গ্রামের শওকত আলীর ছেলে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, সোহাগকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে।

জানা যায়, মা-বাবার মধ্যে বিচ্ছেদের পর চকউথূলী গ্রামে নানার বাড়িতে থাকতেন এবং নির্মাণশ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন সোহাগ। বিগত ৪/৫ দিন ধরে তার কোনো খোঁজ ছিল না।

শুক্রবার সকালে অমৃতকুন্ডা সরকার বাড়ি পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে সোহাগের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দিন জানান, লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

ওসি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যাকাণ্ড হয়ে থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এএইচ/এলএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা